৫৯০ গ্রাম হেরোইন বহনের দায়ে তাদের দণ্ডিত করা হয়।
Published : 17 Apr 2025, 07:31 PM
গাইবান্ধায় মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান সব আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল হালিম প্রামাণিক জানান।
দণ্ডিতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল কালাম আজাদ (৩৭) এবং আসাদুল ইসলাম (৩২)।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে ১৬ জুলাই রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রাক তল্লাশি করে র্যাব। ওই ট্রাকের ক্যাবিনে থাকা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৫৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ সময় ট্রাক চালক সোহেল রানাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
এরপর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম (৪৫) এবং আনারুল ইসলামকে (৪০) খালাস দেওয়া হয়েছে রায়ে।