একদিন আগে কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে ওই চার শিশু নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।
Published : 12 Sep 2024, 04:11 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
ঘটনার একদিন পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটির দিকে মৃতদেহগুলো পাওয়া যায় বলে জানান কচাকাটা থানার ওসি বিশ্বজিৎ রায়।
এর আগে বুধবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে নদে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান।
নিহতরা হলো- নারায়নপুর ইউনিয়নের অষ্টাশির চর গ্রামের আহাদ আলীর ছেলে আতিক হাসান (৭), একই গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭) এবং নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭)। নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে আঁখি খাতুন (৯)।
চার শিশুই স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে আঁখি চতুর্থ শ্রেণি ও বাকি তিন শিশু প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি বিশ্বজিৎ রায় বলেন, বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ওই চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্য আতিক হাসান ও আঁখি আপন ভাই-বোন।
সকালে ঘটনাস্থলের দুই থেকে তিন কিলোমিটার ভাটিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিখোঁজ অপর শিশুকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ