“একদল লোক অস্ত্র নিয়ে খামারে ঢুকে গরু লুট করতে চাইলে সোহাগ তাদের বাধা দেন।”
Published : 21 Nov 2024, 07:12 PM
ফেনীর সদর উপজেলায় গরুর খামারে এক কর্মীকে কুপিয়ে হত্যা করে সেখান থেকে তিনটি গরু লুট করা হয়েছে।
বুধবার মধ্যরাত সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকার ভূঞা ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান।
নিহত মো. ইয়াছিন সোহাগ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে।
ভূঞা ডেইরি ফার্মের মালিক মামুন বলেন, “প্রায় ১৫ জনের ডাকাত দল একটি ট্রাক নিয়ে খামারে হামলা করে সোহাগকে হত্যা করে তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।”
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ভূঞা ডেইরি ফার্মে গত ১৫ বছর ধরে কাজ করছিলেন ইয়াছিন। বুধবার রাতে একদল লোক অস্ত্র নিয়ে খামারে হামলা চালিয়ে গরু লুট করতে চাইলে সোহাগ তাদের বাধা দেন। এ সময় তার ওপর হামলা চালানো হলে আত্মরক্ষার জন্য পাশের মালিকের ঘরের সামনে যান তিনি।
“এ সময় তাকে কুপিয়ে জখম করে তিনটি গরু লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় মামলা দায়েযের প্রস্তুতি এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।