তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।
Published : 04 Mar 2025, 07:15 PM
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে রামদা নিয়ে হামলার অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
এসময় তার কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর স্টেশন এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী।
গ্রেপ্তার নাহিদ হাসান সাদ্দাম নগরের স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার প্রয়াত ধলু মিয়ার ছেলে। তিনি রংপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।
মজিদ আলী বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও গুলিতে নিহত হন মাহমুদুল হাসান মুন্না। সেই হামলায় প্রকাশ্যে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন সাদ্দাম। পরে অস্ত্র হাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৫ অগাস্টের পর আত্মগোপনে চলে যান তিনি।
গত বছরের ২৯ অগাস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনকে আসামি করে মামলা করেন নিহত মাহমুদুল হাসান মুন্নার বাবা।