বরিশালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর অভিযোগ

বোনের অসুস্থতার কারণে একদিন স্কুলে যেতে না পারায় শিশুকে শিক্ষক পিটিয়েছেন বলে অভিযোগ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 02:34 PM
Updated : 2 March 2023, 02:34 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার কলসকাঠি বিএম একাডেমিতে এ ঘটনা ঘটে বলে ওই শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেছেন। 

রোববার বিষয়টির মীমাংসা করা হবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দিপক কুমার পাল। 

ওই শিক্ষার্থীর চাচা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সে স্কুলে গেলে দ্বিতীয় পিরিয়ডে ক্লাস নিতে আসেন কামাল হোসেন। বুধবার কেন স্কুলে আসেনি এ নিয়ে তাকে জিজ্ঞাসা করেন তিনি। 

“সে তার বোনের অসুস্থতার কথা জানালেও কামাল হোসেন বিষয়টি আমলে নেননি। ‘কোনো অজুহাতে মানব না’ বলে তাকে বেত দিয়ে পিটিয়েছেন তিনি।” 

তিনি আরও বলেন, স্কুল ছুটির পর বাড়ি গিয়ে বিষয়টি সে তার চাচিকে জানায়। এ সময় সে তার বেতের আঘাতে পিঠের তিন স্থান ফেটে যাওয়া স্থান দেখায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষককের কাছে অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে ওই শিক্ষার্থীর পরিবার। 

প্রধান শিক্ষক দিপক কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা একটু দুষ্টুমি করে। তাদের শান্ত রাখতে মাঝে মধ্যে শাসন করতে হয়। এ জন্য বেত্রাঘাত করার কোনো নিয়ম নেই। বিষয়টি নিয়ে রোববার সমঝোতার চেষ্টা করা হবে। 

তবে এ ঘটনায় ওই শিক্ষার্থীর অভিভাবক মৌখিকভাবে অভিযোগ দিয়েছে বলে জানান প্রধান শিক্ষক। 

বিষয়টি নিয়ে ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি বিষয়টি জানেন না। জেনে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বিষয়টি জানতে শিক্ষক কামাল হোসেনে সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়ায় গেছে।