চলতি মৌসুমে দুই হাজার ১৭০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।
Published : 29 Dec 2023, 06:13 PM
আগের বছরের ৬৯ কোটি টাকা লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে ৬১তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।
শুক্রবার বিকালে দেশের বৃহৎ এ চিনিকলের ২০২৩-২৪ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।
চিনিকল চত্বরে এ উপলক্ষে সমাবেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রহুল আমিন কায়সার, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন এবং চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বক্তব্য দেন।
চিনিকল কর্তৃপক্ষ জানায়, জয়পুরহাট চিনিকলে চলতি মৌসুমে ৩৫ হাজার টন আখ মাড়াই করা হবে। এর বিপরীতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার ১৭০ টন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের মতো এবারও মিল গেইটে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে।
এ ছাড়া এবার বিকাশের মাধ্যমে চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।