৫ নভেম্বর সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা ।
Published : 04 Nov 2023, 03:56 PM
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনের সব প্রস্তুতি শেষ করে ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো
শনিবার দুপুর ১টার পর থেকে এই মালামাল বিতরণ করা শুরু হয় বলে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান।
তিনি বলেন, ৫ নভেম্বর সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
এ সময় সরাইল উপজেলার ৮৪টি কেন্দ্র ও আশুগঞ্জ উপজেলার ৪৮টি কেন্দ্র মিলয়ে মোট ১৩২ টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।
জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।
পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম ভোট কেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন গঠিত। এর মধ্যে সরাইল উপজেলায় নয় ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় রয়েছে আট ইউনিয়ন। আর এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৭৪৬ জন।
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।