সকাল ৮টার দিকে মোটরসাইকেল ও ইটবোঝাই নসিমনের সংঘর্ষ হয় এবং পৌনে ৯টার দিকে প্রাইভেট কার চাপা দেয় কয়েকজনকে।
Published : 01 Jan 2025, 04:08 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-রূপসী সড়কে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে এবং প্রাইভেট কারের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ছয় জন।
বুধবার সকালে উপজেলার হাটাবো এলাকার ওই সড়কের ২০০ গজের মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠির কালাম খানের ছেলে হৃদয় খান (২৬), রূপগঞ্জের হাটাবো এলাকার ফালানের ছেলে রাম দাস (৭০) ও গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭১)।
আহতরা হলেন- হৃদয়ের বন্ধু মুন্না ও শান্ত এবং পথচারী তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক।
ওসি লিয়াকত বলেন, সকাল ৮টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল ও ইটবোঝাই তিনচাকার যান নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী হৃদয় খান। গুরুতর আহত হন তার বন্ধু মুন্না ও শান্ত।
হতাহতরা রাজধানীর নতুনবাজার এলাকা থেকে রূপগঞ্জ এলাকায় খেজুরের রস খেতে এসেছিলেন। রাজধানীতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
আহত মুন্না ও শান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও বলেন, এ ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ সামনে সকাল পৌনে ৯টার দিকে একটি দ্রুতগামী প্রাইভেট কার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান রাম দাস ও ইবাদুল্লাহ। আহত হন তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক নামে আরও চারজন।
পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, ঘটনার পর প্রাইভেট কার ও ইটবোঝাই নসিমনের চালককে আটক করে পুলিশ। দু’টি যানবাহনও জব্দ করা হয়েছে। তবে বেলা তিনটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।