“সাপে কামড়ানোর পরে ভয়ে হৃদরোগেও অনেক সময় মৃত্যু হয়। উনার ক্ষেত্রে এমনটাও হতে পারে।”
Published : 06 Jul 2024, 09:24 PM
নাটোরের লালপুর উপজেলায় ধানের জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কদিমচিলান দাঁইড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ।
মৃত জয়নাল আবেদীন ভুট্টু (৪৫) ওই এলাকার প্রয়াত আব্দুল জলিলের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, জয়নাল আবেদীন ভুট্টু দুপুরে নিজের ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে তাকে সাপে কামড় দেয়। তিনি দ্রুত বাড়ি ফিরেন এবং অচেতন হয়ে পড়েন।
পরিবারের লোকজন চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বিকেল ৪টার তিনি মারা যান।
ওসি নাছিম বলছিলেন, “লালপুর উপজেলা তো পদ্মা নদী অধ্যুষিত। তাই রাসেলস ভাইপার কামড়ানোর সম্ভাবনাই বেশি। পদ্মার চর থেকে শুরু করে আশপাশের এলাকাতেও রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। কম বিষাক্ত সাপ হলে তো এত দ্রুত মারা যেতেন না।”
এ ব্যাপারে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. খোরশেদ আলম রানা বলেন, “কী সাপে কামড় দিয়েছে নিদিষ্ট করে বলা কঠিন। হাসপাতালে পৌঁছানোর আগেই জয়নাল আবেদীন ভুট্টুর মৃত্যু হয়েছে।
“সাপে কামড়ানোর পরে ভয়ে হৃদরোগেও অনেক সময় মৃত্যু হয়। উনার ক্ষেত্রে এমনটাও হতে পারে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে বলে জানান চিকিৎসক।