বাথরুমের দেওয়াল প্লাস্টার করার সময় সেখানে থাকা বৈদ্যুতিক সুইচ সরাতে গেলে বিদ্যুতায়িত হন ইয়ামিন।
Published : 19 Jun 2024, 07:39 PM
শরীয়তপুরে ছুটিতে বাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্টে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খেলসী এলাকায় এ ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহাম্মেদ জানান।
নিহত ইয়ামিন ঢালী (৩০) ওই এলাকার জলিল ঢালীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মেজবাহ বলেন, ইয়ামিন ঢালী ঢাকায় আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে আসেন।
“বুধবার সকালে নিজ বাড়ির বাথরুমের দেওয়াল প্লাস্টার করার সময় সেখানে থাকা বৈদ্যুতিক সুইচ সরাতে গেলে বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি।
নিহতের চাচাতো ভাই মনির হোসেন বলেন, “কয়েকদিন আগে আমার ভাইয়ের পদোন্নতি হয়েছিল। সেই খুশিতে আমাদের সবাইকে মিষ্টিও খাওয়াল।
“ঈদের ছুটিতে বাড়ি এসে আজ বাথরুমের দেওয়াল প্লাস্টার করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। ভাই আমাদের ছেড়ে এভাবে চলে যাবে ভাবতেই পারছি না।”