পুলিশ জানায়, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
Published : 22 Mar 2025, 07:19 PM
ভোলার চরফ্যাশন উপজেলায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবির একদিন পরও জেলের খোঁজ পাওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, শুক্রবার বিকালে উপজেলার চর মানিকা ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে মো. নজরুল ইসলাম (৪৫) উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় জেলেদের বরাতে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, নদীতে নিখোঁজ জেলে নজরুল জাল ফেলে ওই নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় বালুভর্তি বাল্কহেড ধাক্কা দিলে নৌকা ডুবে তিনি নিখোঁজ হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিলেও একদিনে তার সন্ধান মেলেনি।
তবে ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ওসি এরশাদুল বলেন, আল মদিনা নামের বাল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।