“ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
Published : 18 Jan 2025, 07:52 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে বাচ্চা হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বাচ্চাটির বয়স ৮-১০ বছর।
শনিবার সকালে উপজেলার হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, “বাচ্চাটির সুরতহাল করে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাচ্চাটি পাহাড় থেকে পড়ে মারা গেছে।”
“ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”