মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
Published : 01 Sep 2024, 08:45 PM
কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের নামে এবার মানহানির মামলা করেছেন বিএনপির এক কর্মী।
রোববার দুপুরে উলিপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা খানের আদালতে মামলাটি হয় বলে আদালতের পেশকার রফিকুল ইসলাম জানান।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হককে বিবাদী করা হয়েছে।
বাদী মঞ্জুরুল কাদের ওরফে মমিনুল উপজেলা বিএনপির সদস্য ও গণমাধ্যমকর্মী।
মামলায় বাদী বলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক সরকারি কর্মচারী হওয়া স্বত্বেও জনগণের কাজ না করে উল্লিখিত দুই আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেন।
বাদীর অভিযোগ, গত ১৫ মে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় রেজওয়ানুল হক রাষ্ট্র ক্ষমতার প্রভাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দেন। সেইসঙ্গে দলের নেতাকর্মীদের গালাগালও করেন। বিষয়টি নিয়ে উলিপুর থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আইনগত কোনো পদক্ষেপ নেয়নি।
তাই বাধ্য হয়ে আদালতে পিটিশন মামলাটি দায়ের করেন দাবি করে বাদী মমিনুল আরও বলেন, “ওই মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে উস্কানিমূলক বক্তব্যসহ অকথ্য ভাষায় গালিগালাজ করায় সমাজে আমার ও আমার নেতা ও নেত্রীর মান-সম্মানের যথেষ্ট ক্ষতি হয়েছে।
“তাই এ সম্মানহানির ক্ষতিপূরণ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মামলা দায়ের করি।”
পেশকার রফিকুল ইসলাম বলেন, আদালত বাদীর ফৌজদারী কার্যবিধির ৫০০/১০৯ ধারার অভিযোগের আর্জি শোনেন। বিচারক উলিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। প্রতিবেদন পেলে মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ অগাস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার আবেদন হয় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে।
এরপর থেকে দেশজুড়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এর মধ্যে বেশির ভাগই হত্যার অভিযোগে।