দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন।
Published : 11 Feb 2025, 05:49 PM
পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া বিএনপির চার নেতা কারামুক্ত হয়েছেন।
এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন বলে জানান রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার।
কারামুক্তরা হলেন- ইশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।
গত ৫ ফেব্রুয়ারি হাই কোর্টের রায়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ড পাওয়া বিএনপির ৪৭ নেতাকর্মীর সবাই খালাস পায়।
তাদের মুক্তি পাওয়া উপলক্ষে সকালে ঈশ্বরদী থেকে বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন। কারাফটকে তারা ফুলের মালা পরিয়ে ওই চারজনকে বরণ করে নেন।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী রেল স্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার কামরা লক্ষ করে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার তৎকালীন ওসি মামলা করেন।
২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নয়জনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন।
রায়ের পর মৃত্যুদণ্ড পাওয়াদের ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। পরে আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ৫ ফেব্রুয়ারি দণ্ড পাওয়া সব আসামিকে খালাস দেয় হাই কোর্ট।