পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
Published : 12 Jun 2024, 06:53 PM
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পশুর হাটে বিক্রিতে বাধা ও ব্যবসায়ীকে মারধর করে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মির্জার বাজার পশুর হাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান।
গ্রেপ্তাররা হলেন- ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার বাসিন্দা নুরুল আলম ওরফে বাচ্চু মিয়া ও তার সহযোগী শাহীন।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহাবুদ্দিন দুলাল বলেন, “নোয়াখালীর কবিরহাট থেকে মঙ্গলবার দুপুরে ৯টি মহিষ নিয়ে ছাগলনাইয়া মির্জার বাজার পশুর হাটে আসি। হাটে পৌঁছে গাড়ি থেকে মহিষ নামানোর সময় স্থানীয় মহিষ ব্যাপারি নুরুল আলম বাচ্চু আমাকে বাধা দেন।
“এক পর্যায়ে বাচ্চু দাবি করেন, নোয়াখালী থেকে ছাগলনাইয়ার হাটে মহিষ নিয়ে আসলে তার ব্যবসায় ধস নামবে। তার বাধা সত্ত্বেও আমি গাড়ি থেকে মহিষ নামালে ক্ষিপ্ত হয়ে বাচ্চু ও তার সহযোগীরা আমাকে (দুলাল) মারধর করেন।”
তিনি বলেন, “পরে আমার একটি মহিষ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় মঙ্গলবার রাতে ছাগলনাইয়া থানায় চাঁদাবাজির মামলা করেছি।”
ওই হাটের ইজারাদার মেহেদী হাসান সাগর বলেন, “ইজারাদার হিসেবে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি। ছিনিয়ে নেওয়া মহিষ পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসনের নজরদারির অনুরোধ করব।”
ওসি হাসান ইমাম বলেন, “ব্যবসায়ীর একটি মহিষ ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে পুলিশ উপজেলার দক্ষিণ সতেরো এলাকা থেকে সেটি উদ্ধার করেছে।”
গ্রেপ্তার আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম কমল বলেন, ছিনতাই হওয়া মহিষ উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাজার ইজারাদারদের সতর্ক করা হয়েছে।
এর আগে গত ৭ জুন রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর গ্রামের ‘খান অ্যাগ্রো ফার্মে’ শ্রমিকদের অস্ত্র ঠেকিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট করারি ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হলেও লুট হওয়া কোনো গরু এখনও উদ্ধার হয়নি। তবে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: