ইউএনও জানান, এখনও পর্যন্ত কোন মানুষ সেখানে ওঠেনি; তবে প্রয়োজন হলে লোকজন আশ্রয় গ্রহণ করবেন।
Published : 26 May 2024, 09:54 AM
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কেল্লার সঙ্গে কুয়াকাটার সকল আবাসিক হোটেল-মোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেমাল মোকাবেলায় অন্য আশ্রয়কেন্দ্র গুলোর মত কুয়াকাটায় প্রায় দেড়শ হোটেল-মোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
“কুয়াকাটা ও এর আশপাশের এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেই মূলত হোটেলগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।”
এখনও পর্যন্ত কোন মানুষ সেখানে ওঠেনি; তবে প্রয়োজন হলে লোকজন আশ্রয় গ্রহণ করবেন বলে জানান তিনি।
এদিকে রাত থেকেই উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের মাঝে ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
আবাসিক হোটেল-মোটেলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার প্রসঙ্গে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, “দুর্যোগ আসন্ন। তাই কুয়াকাটা এবং এর আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের সঙ্গে একমত হয়ে আমরা এ সিন্ধান্ত নিয়েছি।”