আলাউদ্দীন (৫০) ঝিকরগাছা উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
Published : 15 Mar 2025, 08:48 PM
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আলাউদ্দীন (৫০) ঝিকরগাছা উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, হিন্দু সম্প্রদায়ের ওই নারী (৩০) তার দুই সন্তানকে নিয়ে ঝিকরগাছা উপজেলার গ্রামে বেড়াতে আসেন। বুধবার রাত ১১টার দিকে তিনি বাথরুমে যান। তখন সুযোগ পেয়ে আলাউদ্দিন ঘরে ঢুকে পড়েন। পরে অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের চেষ্টা চালান।
সেসময় ওই নারী চিৎকার দিলে পরিবারের অন্যরা আসেন। তখন অস্ত্র ফেলে পালিয়ে যান আলাউদ্দিন।
বৃহস্পতিবার ওই নারী ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেন। তারপর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।