ইউএনও বলেন, “সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
Published : 07 Oct 2024, 11:41 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ঝালকাঠিতে এক সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সদর উপজেলা পরিষদের গোপনীয় শাখার সহকারী (সিএ) শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
ঝালকাঠি সদরের ইউএনও ফারহানা ইয়াসমিন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেটি অনেকেই ফেইসবুকে শেয়ার করেন। সেখানে মনিরুজ্জামান প্রধান উপদেষ্টা সম্পর্কে ‘কটূক্তি’ করে মন্তব্য করেন।