সোমবার খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদানের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
Published : 07 Oct 2024, 06:49 PM
পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করার পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা ও সংঘাত না করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অনুরোধ জানান।
সোমবার বিকালে খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদানের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আপনাদের প্রত্যেককে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ডিসি, এসপি সাহেব এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলব। কেউ যাতে পিছিয়ে না থাকে সে ধরনের কাজ আমরা করছি। আজকে যে সহায়তা দিচ্ছি, তা আরো কয়েক মাস অব্যাহত রাখার চেষ্টা করব।”
এ সময় সহিংসতায় নিহত তিনজনের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ দোকান মালিককে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
‘পাহাড়ি-বাঙালি’ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতা হয়। এতে তিনজন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় অনেক দোকানপাট।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব কংকন চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।