গোপন খবরে পাইপ গান দুটি উদ্ধার করা হয়, বলছে পুলিশ।
Published : 15 Apr 2025, 04:00 PM
যশোরের শার্শা উপজেলায় এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১ নম্বর কলোনি তালতলা মাঠ এলাকার একটি ধানক্ষেত থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয় বলে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক জানিয়েছেন।
এসআই বলেন, “গোপন খবরে আজিজুর রহমানের ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশী পাইপ গান উদ্ধার করা হয়।
“উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটসহ দৈর্ঘ্য ২ ফুট। অপরটি কাঠের বাটসহ দুই খণ্ডে বিভক্ত; যার দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি।”
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক জানান।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে শার্শা থার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত হয়নি।