ভোরে সিলেটের গোয়াইনঘাট থেকে ওই যুবক জাফলং যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
Published : 18 Mar 2025, 05:06 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে মোটরসাইকেলে জাফলং যাওয়ার পথে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া তার মোটরসাইকেলটি খোয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাধানগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান।
নিহত সাহেল শাহরিয়ার (২২) উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
ওসি তোফায়েল আহমেদ বলেন, ভোরে শাহরিয়ার মোটরসাইকেলে করে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। পথে কে বা কারা তাকে মারধর করে মোটরসাইকেলটি নিয়ে যায়। আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনাটি ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি তোফায়েল আহমেদ।