বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ অগাস্ট জেলা কারাগার থেকে পাঁচ শতাধিক বন্দী পালিয়ে যান বলে জানায় র্যাব।
Published : 01 Oct 2024, 11:38 PM
শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তারদের মধ্যে সোহাগ (২৩) সদর উপজেলার চৈতনখিলা গ্রামের মো. লালচানের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার বিচারাধীন আসামি।
অপর গ্রেপ্তার জুয়েল (৪০) একই গ্রামের রুস্তম আলীর ছেলে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং সাজা পাওয়া ও বিচারাধীন বিভিন্ন মামলার পাঁচ শতাধিক বন্দীকে পালিয়ে যেতে সহায়তা করে।
এ ঘটনার পর শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের সরবরাহ করা পলাতক হাজতি ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন খবর পেয়ে সোমবার রাতে র্যাবের একটি অভিযানিক দল সোহাগ ও জুয়েলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন:
শেরপুরে জেল পালানো দুই যুবক গ্রেপ্তার
শেরপুরে জেল পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার