গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, পালানোর পর ওই কয়েদি শেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।
Published : 29 Sep 2024, 12:53 AM
শেরপুরে জেল পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন।
শনিবার বিকালে সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেপ্তার মনজিল হোসেন (২২) সদর উপজেলার ঘুঘরাকান্দি গ্রামের ইয়ার মাহমুদের ছেলে।
তিনি শেরপুর সদর থানার একটি বিচারাধীন হত্যা মামলার আসামি।
তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ অগাস্ট বিকাল সাড়ে ৪টার দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমন চালায়। তারা কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষতি সাধন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক কারাবন্দিকে পালাতে সহায়তা করে।
এরপর থেকে তালিকা ধরে পলাতকদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
গ্রেপ্তার মনজিল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব-১৪ জানায়, পালানোর পর তিনি শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।