গ্রেপ্তার ওই দুই যুবককে শ্রীবরদী ও শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Published : 30 Sep 2024, 08:11 PM
শেরপুর জেলা কারাগার থেকে পালানো দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।
রোববার রাত দেড়টার দিকে শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রাম থেকে একজনকে এবং সদর উপজেলার বাজিতখিলা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব ১৪।
গ্রেপ্তার আতাহার আলী (৩২) শ্রীবরদীর চৈতাজানির বাসিন্দা। তিনি একটি মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী।
অন্যজন হলেন- সদর উপজেলার বাজিতখিলা গ্রামের রাকিব মিয়া (৩১)। তিনি বিচারাধীন মাদক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন।
সোমবার দুপুরে র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাকের দেওয়া আলাদা দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
গ্রেপ্তার ওই দুই যুবককে শ্রীবরদী ও শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ অগাস্ট বিকাল সাড়ে ৪টার দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমন চালায়। তারা কারাগারের স্থাপনার ক্ষতি সাধন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক কারাবন্দিকে পালাতে সহায়তা করে।
এরপর থেকে তালিকা ধরে পলাতকদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাতে র্যাব-১৪ জানায়, কারাগার থেকে পালিয়ে নিজ জেলাসহ আশপাশের জেলায় আত্মগোপনে ছিলেন ওই দুই যুবক।