আহত জহির রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Published : 16 May 2024, 06:27 PM
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় খলায় ধান পরিষ্কার করার সময় ফ্যানের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক জানান।
নিহত জহির সরদার (৪৫) উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ভাই আব্দুল মজিদ সরদার বলেন, বুধবার বোরো ধান কেটে তা মাড়াই করেন জহির ভাই। এরপর বিকালে সেই ধান খলায় ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের সঙ্গে স্টিলের বড় (খাঁচা ছাড়া) ফ্যান লাগিয়ে বাতাস দিয়ে পরিষ্কার করছিলেন।
তিনি বলেন, এ সময় অসাবধানতায় ভাইয়ের পরনের লুঙ্গি ফ্যানের সঙ্গে পেঁচিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
“পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”
ওসি নাজমুল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।