মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।
Published : 11 Mar 2025, 03:31 PM
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের মামলার দ্রুততম সময়ে তদন্ত শেষে বিচারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের একটি মিছিল সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বের হয়ে মুখ্য বিচারিক হাকিম আদালত চত্বরের সামনে আসে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পরে সেখান থেকে জেলা প্রশাসক ওহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মিনা মাহমুদের কাছে তারা স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণের ক্ষেত্রে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে তা থেকে বের হয়ে বিচার নিশ্চিতের সংস্কৃতি তৈরি করতে হবে। যদি প্রতিটি ধর্ষণের বিচার হয় তাহলে এ ধরনের ঘটনা সমাজে কমে আসবে।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) এনে ভর্তি করা হয় এবং পরে শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
শনিবার ঢাকা মেডিকেলে শিশুটির অবস্থা ‘সঙ্কটাপন্ন’ জানিয়েছিলেন চিকিৎসকরা। এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে আনা হয়।
আলোচিত এই মামলার আসামিরা হলেন-শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), অপ্রাপ্তবয়স্ক এক কিশোর (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)।