এ পদযাত্রায় হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
Published : 10 Feb 2025, 07:53 PM
লালমনিরহাটে তিস্তা নদী বাঁচাতে আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ উদ্যোগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রাটি শহরের রেলওয়ে স্টেশন রোডের রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়।
পরে তা বিডিআর রোড, বিডিআর রেল গেইট, মোগলহাট রেল গেইট, পুরান বাজার, সাপটানা বাজার রোড, বাহাদুর মোড়, থানা রোড, স্বর্ণকার পট্টি, গোশালা বাজার রোড, রেলওয়ে স্টেশন রোড হয়ে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার দুই তীরে ২৩০ কিলোমিটার অংশজুড়ে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কমিটি।
সংগঠনটির আহ্বায়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আসাদুল হাবীব দুলু বলেন, “অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।”
তিনি বলেন, “যে নদী এক সময় আমাদের সমৃদ্ধির প্রতীক ছিল, তা এখন আমাদের দুর্দশার কারণ। আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।”
৪৮ ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে উত্তরবঙ্গজুড়ে বিশাল গণজমায়েতের আয়োজন হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি, নদী গবেষক ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরাও যোগ দেবেন।
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিস্তা ব্যারাজ, কাউনিয়া সেতু, মহিপুর সেতুসহ বিভিন্ন স্থানে তাঁবু করে এই কর্মসূচি পালিত হবে।
বিএনপি নেতারা জানান, তিস্তা চুক্তি বাস্তবায়ন ও নদী রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।