প্রায় তিন শতাব্দী ধরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে মেলার আয়োজন করা হয়ে থাকে।
Published : 22 Oct 2024, 03:05 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখি মেলায় ‘অশ্লীলতার’ অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে পাঁচটি প্যান্ডেল ভেঙে ফেলা হয়েছে।
এ সময় প্রায় ২০০ জনকে আটকের পর ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার মধ্যরাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার।
স্থানীয় ও আয়োজকরা জানান, প্রায় তিন শতাব্দী ধরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও প্রতিমা বির্সজনের দিন থেকে জাকঁজমকপূর্ণ ভাবে ১০দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
ইউএনও সাবরিন জানান, কয়েকদিন ধরে সোনামুখী মেলায় যাদু ও পুতুল নাচ দেখানোর আড়ালে অশ্লীল নৃত্য প্রদর্শণ ও উচ্চ স্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছিল। এ অবস্থায় মেলায় যৌথ বাহিনীর অভিযান চালানো হয়।
“অভিযানে নর্তকী, প্যান্ডেল পরিচালনাকারী ও আগত দর্শক মিলে প্রায় ২০০ জনকে আটক করা হয়। এরপর যাচাই-বাছাই করে ১০জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
“বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগে পাঁচটি প্যান্ডেল ভেঙে ফেলা হয়েছে।”
অভিযানে এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন ও কাজিপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।