পুলিশ বলছে, তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Published : 24 Jan 2025, 05:24 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান।
গ্রেপ্তাররা হলেন-সোহাগ (২৮), মোহাম্মদ ফারুক (২৯), মজিবর রহমান (৫২), খোরশেদ (৬০), মো. আক্তার হোসেন (৩৮), মো. তারা মিয়া (৩০), মো. মান্নান (৫৫), শামসুল হক (৩০) ও মো. নয়া মিয়া (৪০)।
ওসি বলেন, “গোপন সংবাদে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১১টি দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন, ৫ লিটার দেশীয় মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।”
আটকদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।