ফুলগাজীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির টহল গাড়ি লক্ষ্য করে হাতবোমা ফাটানো হয়; পুড়িয়ে দেওয়া হয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়।
Published : 07 Jan 2024, 07:47 AM
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে ফেনীতে দুটি কর্ভাড ভ্যান ও একটি মোটরসাইকেলের পাশাপাশি স্থানীয় এক কাউন্সিলরের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
সেইসঙ্গে গাছ ফেলে সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি লক্ষ করে হাতবোমাও ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, শনিবার মধ্যরাতে সদর উপজেলার লাতু মিয়া সড়কে দুটি কর্ভাড ভ্যানে আগুন দেওয়া হয়। আগুনে গাড়ি দুটির সামনের অংশ পুড়ে যায়।
রাতে শহরের রামপুরে মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের পর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মানিকের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কেউ হতাহত হয়নি বলে জানান আবদুল মজিদ।
এছাড়া পরশুরামের সলিয়া গ্রামে এক পথচারীর মোটরসাইকেলে আগুন দিলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।
জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জিয়াউল আলম মিস্টার বলেন, “রামপুর এলাকায় রাতে প্রায় শতাধিক ককটেল ফাটিয়ে বিএনপির নেতাকর্মীরা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।”
জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, “রাতে রামপুরে মুহুর্মুহু গুলি বর্ষণের পর সরকারদলীয় নেতারা অস্ত্র হাতে মহড়া দিয়েছে। রামপুর সৈয়দ বাড়িতে হামলার চেষ্টাকালে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে।”
অপরদিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির টহল গাড়ি লক্ষ্য করে হাতবোমা ফাটানো হয় রাতে।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুর রহমান জানান, বিস্ফোরণে বিজিবির টহল গাড়ির গ্লাস ভেঙে গেছে।
এছাড়া সোনাগাজীর মতিগঞ্জ বাস স্টেশনের সাদিকের টেক এলাকায় গাছ কেটে সড়কে ফেললে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ।
এসব ঘটনা ছাড়াও রাতে ফেনী পৌরসভা ও সদর উপজেলার শর্শদি, লেমুয়া, ধলিয়া, কাজিরবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে খড়ের গাদায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এসব ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।