মঙ্গলবার সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা পরিবারের ব্যানারে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
Published : 25 Sep 2024, 12:54 AM
নীলফামারীতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা পরিবারের ব্যানারে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছা।
সমাবেশে কিসামত চড়াইখোলা দাখিল মাদরাসার সুপার কাজী আব্দুল আজিজ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাফিজুর রহমান, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল হক, ভাঙ্গামাল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবাশ্বের রাশেদিন, সংগলশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় বক্তব্য দেন।
বক্তারা মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান।
পরে একই দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি দেন শিক্ষকরা।