বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
Published : 25 Feb 2025, 04:02 PM
পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় আলাদা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১টি দোকান ভস্মীভূত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এবং মঙ্গলবার সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়াররহাট বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, পাঁচপাড়া বাজারের মুদি, মনোহারী, স্বর্ণ ও বইয়ের দোকানের মালামালসহ ১১টি দোকান পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাড়ে ১১টার দিকে বাজারের নিমাইয়ের মিষ্টির দোকানে আগুন দেখতে পান এক নৈশ প্রহরী। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এ ছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করা হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।
আধাঘণ্টা পর পিরোজপুর সদর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু ততক্ষণে ১১টি দোকান পুড়ে গেছে। ইচ্ছাকৃতভাবে কেউ দোকানে আগুন দিয়েছে বলে ধারণা স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী নিমাই মিস্ত্রী বলেন, “ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানানো হলেও তার সময়মতো আসেননি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।”
ওসি আব্দুস সোবাহান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার অন্য কোনো কারণ আছে কি-না তা যাচাই করা হচ্ছে।
নেছারাবাদে আগুনে ৩০ দোকান ভস্মীভূত
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মিয়ারহাটে একটি দোকান থেকে আগুন লাগে। সকালে বাজারে মানুষ না থাকায় আগুন দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৩০টির বেশি দোকান পুড়ে গেছে।
তবে সন্ধ্যা নদীর ওপার থেকে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, “আগুন লাগার খবর পেয়ে বাজারে গিয়ে দেখি আমার দোকান পুড়ছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল।”
মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী বলেন, আগুনে বাজারের প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে শতকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়াসা ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।