তিনি বলেন, আমাদের মতের পার্থক্য থাকতে পারে। তবে বাংলাদেশের পক্ষে আমরা সবাই আপোষহীন।
Published : 16 Oct 2024, 08:25 PM
অন্তর্বর্তী সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি নূরুল হক নূর বলেছেন, “কাজেই আগে রাষ্ট্রের সংস্কার, পরে নির্বাচন।
বুধবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা আছে, মতের পার্থক্য আছে। তবে বাংলাদেশের পক্ষে আমরা সবাই আপোষহীন। কাজেই বিএনপি, জামাতসহ সকল বিরোধীদল সবাইকে বলব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সবাই একত্রিত থাকুন, সবাই রাজপথে নামুন।
তিনি বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য গণহত্যা যারাই চালিয়েছ, প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিরা উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
পুলিশ প্রশাসনসহ সরকারের উদ্দেশে বলতে চাই, আপনাদের জনসমর্থনের ভিত্তি হচ্ছে বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদ।
কাজেই আপনারা এই রাজনৈতিক দলগুলোর মতামত এবং পরামর্শের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করেন তবে জনগণ আপনাদের সঙ্গে থাকবে।
গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ২০১৮ সালের কোঠা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল-মামুন।