মুজিবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 14 Nov 2023, 04:30 PM
ঝালকাঠি নলছিটি উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, রোববার ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।
গ্রেপ্তার মজিবর হাওলাদার (৭০) ওই উপজেলার বাসিন্দা।
ওসি বলেন, রোববার সকালে ওই শিশুর মা তার ছোট ভাইকে নিয়ে মাদ্রাসায় যান। এসময় ঘরে কেউ না থাকায় মজিবর শিশুটিকে ধর্ষণ করেন। কিছুক্ষণের মধ্যেই মা বাড়িতে ফিরে এলে মজিবর পালিয়ে যান।
তিনি আরও বলেন, বিকালে মজিবর গ্রেপ্তার করে পুলিশ; এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে মুজিবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]