“পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ স্বজনরা নিয়ে গেছে।”
Published : 04 Feb 2025, 12:31 PM
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বালুর ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছেন চালক।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়া এলাকার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন জানান।
নিহত অটোরিকশার যাত্রী নাম নজরুল ইসলাম (২৫)। তিনি সেনবাগ উপজেলার জামিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বাসিন্দা।
একই গ্রামের বাসিন্দা আহত ২০ বছর বয়সী মোহাম্মদ কিরণকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অটোরিকশাটি আজিজপুর পোলের গোড়ায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে যান।
ওসি রুহুল বলছেন, “অটোরিকশায় নজরুল ছাড়া অন্য কোন যাত্রী ছিল না। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
“দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”