রাঙামাটিতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
Published : 15 Sep 2024, 08:46 PM
অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধান সংশোধনের কথা বলছে সেখানে পাহাড়ের মানুষজন যেন বঞ্চিত না হয় সেই আকাঙ্ক্ষা করেছেন জেএসএসের সহসভাপতি ঊষাতন তালুকদার।
তিনি বলেছেন, “অন্তবর্তীকালীন সরকার দেশ সংস্কারের জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম নিয়ে আশান্বিত হওয়ার মতো কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। চুক্তি স্বাক্ষরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সরকারই চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা দেখায়নি।
“তাই এই সরকারের কাছে দাবি থাকবে, দ্রুততম সময়ের মধ্যে চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবেন। যাতে পাহাড়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। সংবিধানে পাহাড়ের মানুষকে বঞ্চিত রাখা হয়েছিলো। সংবিধান সংশোধন, সংযোজন বা নতুন সংবিধান প্রণয়নের আলোচনা চলছে। অতীতের মতো পাহাড়ের জনগণ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখার অনুরোধ এই সরকারের কাছে।”
রাঙামাটিতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ঊষাতন তালুকদার এসব কথা বলেন। রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে এই সভা অনুষ্ঠিত হয়।
জেএসএস রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা. গঙ্গামানিক চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি অ্যাডভোটে ভবতোষ দেওয়ান।
বক্তারা বলেন, এম এন লারমা শুধু পাহাড়ের নেতা ছিলেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানবজাতির কল্যাণে কাজ করে গেছেন। তিনি পাহাড়ের মানুষের জন্য অনেক কিছু করে গিয়েছেন। অনেক কিছু করার পরিকল্পনা ছিলো। তার স্বপ্নের বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করে যেতে হবে।