৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি ঘটনায় মামলাটি করেন বিএনপির এক নেতা।
Published : 11 Sep 2024, 01:05 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে মামলাটি করেন বলে জানান নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলায় মাশরাফি ছাড়াও তার বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, দেবাশিষ কুণ্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্ত্তী এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুণ্ডুকে আসামি করা হয়েছে।
মামলায় ৯০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ অগাস্ট দুপুরে নড়াইল শহরের চৌরাস্তা থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে শর্টগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ দেশি অস্ত্র নিয়ে সমাবেশ করেন।
মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছি: মাশরাফি
সেই সময় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে নাকশী বাজার থেকে মালিবাগ হয়ে শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা মিছিল লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কয়েকজন জখম হন। এ ছাড়া ধারাল অস্ত্র ও বোমার আঘাতে অনেকে আহত হন।
আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।