কাঁচামরিচ ১১০ টাকা কেজি, করলা ৫০ টাকা, শসা ৩০ টাকা, মুলা ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা, লাউ আকার ভেদে ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে।
Published : 30 Oct 2024, 09:59 PM
সিন্ডিকেট ভাঙতে এবং ন্যায্যমূল্যে ক্রেতাদের হাতে সবজি তুলে দিতে বরিশাল নগরীতে পণ্য বিক্রি শুরু করেছেন শিক্ষার্থীরা। কম দামে সবজি পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
বুধবার সকাল ১০ টাকা থেকে নগরীর দুটি স্থানে সবজি বিক্রি শুরু করেন তারা। এর মধ্যে একটি স্থানে এক ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি শেষ হয়ে যায়। অপর স্থানেও দুপুরের পর আর সবজি পাওয়া যায়নি।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র নাগরিকের ব্যানারে নগরীর চাঁদমারী মাদরাসা সড়কে ও আমতলা মোড় মডেল মসজিদের সামনে এসব সবজি বিক্রি করা হয়।
প্রথম দিনে কাঁচামরিচ ১১০ টাকা কেজি, করলা ৫০ টাকা, শসা ৩০ টাকা, মুলা ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা, কলা হালি প্রতি ২৫ টাকা, লাউ আকার ভেদে ৩০-৪০ টাকা এবং ধনেপাতা ১০০ গ্রাম ১৫ টাকা দরে বিক্রি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তারা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করেন। প্রথম দিনে নয় হাজার টাকার পণ্য কিনেছিলেন।
কলেজ শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, “লাভ করা উদ্দেশ্য নয়। আমাদের মূল লক্ষ্য, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া। আমরা চাচ্ছি, এটিকে আরো বাড়াতে। বিশেষ করে বস্তি এলাকায় বিক্রির কার্যক্রম বাড়ানো।”
এদিকে ক্রেতারা বলছেন, এভাবে সবজি কিনে তারা লাভবান হচ্ছেন। কারণ, বাজার থেকে এর দাম কম।
তারা মনে করেন, এভাবে দীর্ঘদিন বিভিন্ন স্থানে পণ্য বিক্রি করলে সিন্ডিকেটের পতন ঘটবে।
চাঁদমারি এলাকার বাসিন্দা মরিয়ম বেগম বলেন, “গরিব মানুষের জন্য এ ধরনের বাজার হলে ভালোই হয়।”
রাজিয়া নামের এক নারী বলেন, “গত কয়েক মাসে ৮০ টাকার নিচে লাউ বাজার থেকে কিনতে পারিনি। সেখানে ৩০-৪০ টাকার মধ্যে লাউ চিন্তাও করিনি। আবার কলা ও শসার দামও কম বাজারের থেকে।”