ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, বলছে পুলিশ।
Published : 09 Feb 2025, 09:50 AM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী যুবকের প্রাণ গেছে।
উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহতরা হলেন-ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট হোসেন (২৫)।
ওসি বলেন, “নাহিদ ও সুইট মোটরসাইকেলে করে রঘুনাথপুর গ্রাম থেকে বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
“খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ রাতেই তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি হুমায়ুন কবির জানান।