“এ সময় নিখিল নামের এক জাটকা বিক্রেতাকে আটক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
Published : 28 Feb 2025, 04:28 PM
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
এ সময় একজনকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার মাওয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, পুলিশ এবং আনসার সদস্যরা।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, “উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাওয়া আড়ৎ এ অভিযান পরিচালনা করে প্রায় ৩০০ কেজি জাটকা আটক করা হয়।
“এ সময় নিখিল নামের এক জাটকা বিক্রেতাকে আটক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
আটক জাটকা উপজেলার ৮টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।