নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো বদরুদ্দোজা বলেন, “ওয়াসিমসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।”
Published : 18 Dec 2024, 11:51 PM
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী এক কিশোরকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।
বুধবার বিকালে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে গেছে বলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান।
ওই কিশোরের নাম ওয়াসিম (১৫)। সে অমরখানা ইউনিয়নের সেনপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
বিজিবি টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, “বিকালে কয়েকজন সেনপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় তাদের ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।”
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো বদরুদ্দোজা বলেন, “ওয়াসিমসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে ওয়াসিমকে ধরে নিয়ে যায় বিএসএফ।
“আমরা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছি। রাতেই ওয়াসিমকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”