আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
Published : 27 Sep 2024, 11:11 AM
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ২৪১ জনের নামে মামলা হয়েছে।
বুধবার রাতে মানিকগঞ্জ সদর থানায় স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ও জেলা জজকোর্টের আইনজীবী মো. মুরাদ হোসেন বাদি হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন থানার ওসি এস এম আমানুল্লাহ।
মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও আসামিদের মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতারা হলেন- জেলা সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, আমিরুল ইসলাম মট্টু, সদর উপজেলার সভাপতি ইস্রাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হাসেম আলী।
এছাড়া জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা ও কাজী রাজু আহমেদ বুলবুলকেও মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে আসামিরা গত ৪ অগাস্ট জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।