অভিযানে সাড়ে তিন হাজার কেজি জিরা, সাড়ে ২১ হাজার জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা কাপড় উদ্ধার করেছে র্যাব।
Published : 10 Feb 2025, 04:06 PM
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় থেকে কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে; যেগুলো ভারত থেকে অবৈধভাবে অনা হয়েছে বলে ভাষ্য র্যাবের।
রোববার রাত ২টার দিকে উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান র্যাব-১৪-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন খবরে র্যাব জানতে পারে, ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় মজুদ করা হয়েছে।
পরে র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকার হাবিবুর রহমানের (৩৫) বাড়িতে অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবুরসহ কয়েকজন পালিয়ে যান।
পরে হাবিবুরের বাড়ির বিভিন্ন কক্ষ থেকে তিন হাজার ৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮টি জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা বলে জানায় র্যাব।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব পণ্য বাংলাদেশে এনে মজুদ করা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।