শনিবার মন্দিরে পূজা দিতে গিয়ে দরজার তালা ও হুক ভাঙা অবস্থায় পান সেবায়েত।
Published : 29 Dec 2024, 07:15 PM
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি মন্দিরে চুরি হয়েছে জানিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার মিরুখালী ইউনিয়নের বাংলাদেশ সেবাশ্রম এবং রাধা গবিন্দ মন্দিরে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
মন্দিরের সেবায়েত উত্তম কুমার মিস্ত্রি বলেন, শুক্রবার রাতে মন্দিরে প্রার্থনা শেষে তালা দিয়ে বাসায় যান তিনি। শনিবার মন্দিরে পূজা দিতে গিয়ে দরজার তালা ও হুক ভাঙা অবস্থায় পান। পরে ভেতরে ঢুকে দেখেন, প্রতিমার শয়নকক্ষের বিছানার নিচ থেকে নগদ ১০ হাজার ৩৯০ টাকা এবং প্রণামি বাক্স চুরি করে নিয়ে গেছে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মন্দির থেকে নগদ অর্থ ও প্রণামী বাক্স চুরি হয়েছে। ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে; আইগত ব্যবম্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।