পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, আরেকজন নিখোঁজ

মুন্সীগঞ্জে চার ছাত্র ও তাদের গাড়িচালক স্পিডবোটে করে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের পাশের চরে ঘুরতে গিয়ে গোসলে নামেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 02:56 PM
Updated : 2 June 2023, 02:56 PM

মুন্সীগঞ্জের মাওয়ায় ঘুরতে গিয়ে পদ্মা নদীতে গোসলে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও একজন।

শুক্রবার বিকালে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল।

নিহত সব্যসাচী সৌম্য ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকার সরোজ দাসের ছেলে।

নিখোঁজ নূরুল হক নাফিউ রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে। তারা রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ইউএনও আউয়াল জানান, চার ছাত্র ও তাদের গাড়িচালক স্পিডবোটে করে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের পাশের চরে ঘুরতে যান। সেখানে তারা নদীতে গোসল নামলে দুজন নিখোঁজ হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মাহবুব হোসেন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থীকে উদ্ধারে নদীতে তল্লাশি চলছে।

ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি দল নিখোঁজ ছাত্রকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান।