শুক্রবার ফুটবল খেলা নিয়ে গৌতম পাড়ার শফিকুলের এক আত্মীয়ের সঙ্গে অন্য আরেকটি ছেলের হাতাহাতি হয়।
Published : 04 Nov 2023, 11:15 PM
‘খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে’ ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ট্রাক চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা ২ নম্বর গ্যাস ফিল্ড সংলগ্ন পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান।
নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গৌতম পাড়ার ধন মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকালে ফুটবল খেলা নিয়ে গৌতম পাড়ার শফিকুলের এক আত্মীয়ের সঙ্গে অন্য আরেকটি ছেলের হাতাহাতি হয়। পরে গ্রামের মুরুব্বিরা তা মিটমাট করে দেন।
সন্ধ্যার দিকে শফিকুল ট্রাক নিয়ে ২ নম্বর গ্যাস ফিল্ড সংলগ্ন পাম্পের সামনে দাঁড়ান। তখন প্রতিপক্ষের লোকজন তার বুকে ছুরি চালিয়ে দেয়। শফিকুলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আসলাম হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের তিনটি দল অভিযানে আছে।