অর্থাভাবে ভর্তি আটকে যাচ্ছে জেনে নীলফামারীর জেলা প্রশাসক আট শিক্ষার্থীর জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছেন।
Published : 09 Jul 2023, 05:59 PM
মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে যাওয়া আটজনের পাশে দাঁড়িয়েছে নীলফামারী জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই আটজনের সবার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এই অর্থের মধ্যে জেলা প্রশাসনের তহবিল থেকে দেওয়া হয়েছে ১০ হাজার। বাকি টাকা দেওয়া হয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ তহবিল থেকে।
সহায়তা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মো. রাইয়ান কবির ভর্তি হবেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, সাব্বির আলী, সিফাত তাহসিন মিম, অর্পনা রায় হাসি, রিপন রায় ভর্তি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সুধাংশু রায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন।
কৃষ্ণ রায় ও মো. সাহাবুল ইসলাম গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছেন।
একই অনুষ্ঠানে নীলফামারী সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী সন্ধ্যা রাণীকে জেলা প্রশাসনের অর্থায়নে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক, সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি এ সময় উপস্থিত ছিলেন।
সাইফুর রহমান জানান, চলতি বছর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় স্থান পেয়েও তারা ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে এই উদ্যোগ নেন জেলা প্রশাসক।