কিবরিয়া মজুমদার বলেন, “আমি নির্বাচনি সভায় অংশগ্রহণ করিনি। পারিবারিক অনুষ্ঠানে এমপি মহোদয়কে আমন্ত্রণ জানানোর জন্য সেখানে গিয়েছিলাম।”
Published : 28 Dec 2023, 10:45 PM
কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থীর জনসভায় গিয়ে ভোট চাওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এক যুগ্ম সচিব।
চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনি জনসভায় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার হাজির হয়ে ভোট প্রার্থনা করেন বলে অভিযোগ ওঠে।
এই পরিপ্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সহকারী জজ সাইফুর রহমান যুগ্ম সচিবকে শোকজ নোটিশ পাঠিয়েছেন।
বুধবার রাতে পাঠানো ওই নোটিশে আগামী ১ জানুয়ারি কিবরিয়াকে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিবরিয়া মজুমদারের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের কোরকরা গ্রামে। সাবেক রেলপথ মন্ত্রী ও সংসদ সদস্য মুজিবুল হক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। তিনি যখন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তখন তার পিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিবরিয়া মজুমদার।
সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তা হয়ে নৌকার প্রচারে অংশগ্রহণ করায় বিষয়টি নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে নৌকার প্রার্থীর সঙ্গে একই মঞ্চে ওই কর্মকর্তার নির্বাচনি সভায় অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কিবরিয়া মজুমদারকে শোকজ নোটিশে বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, আপনি সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও নৌকায় ভোট চাচ্ছেন।
“২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং ২৫ ডিসেম্বর জগন্নাথ দিঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পায়েরখোলা এলাকার নির্বাচনি সমাবেশে হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বক্তব্য দেন এবং আপনার অধীনস্থ কর্মচারী মো. আবুল কাশেমের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে চৌদ্দগ্রাম উপজেলার নৌকার প্রার্থী মো. মুজিবুল হকের নির্বাচনি প্রচার ও নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এ সংক্রান্ত নিউজ প্রচারিত হয়।
“যার ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র অনুসন্ধান কমিটির কাছে সংরক্ষিত রয়েছে, যাতে আপনার সরব উপস্থিতি পরিলক্ষিত করা যাচ্ছে। এ অবস্থায় উক্ত কার্যাবলির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৪(১) (২) এর বিধি লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
“এ অবস্থায় উপরোক্ত নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবরে সুপারিশ করা হবে না তা ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।”
তবে এ প্রসঙ্গে জানতে চাইলে এ কে এম জি কিবরিয়া মজুমদার বলেন, “আমি কোনো নির্বাচনি সভায় অংশগ্রহণ করিনি। মূলত আমার বাড়ি চৌদ্দগ্রাম। আমাদের একটি পারিবারিক অনুষ্ঠানে এমপি মহোদয়কে আমন্ত্রণ জানানোর জন্য সেখানে গিয়েছিলাম। তখন নির্বাচনি সভা থাকায় মঞ্চে বসে কথা বলেছি এবং বাদাম খেয়েছি। এর বেশি কিছু নয়।
“ওই সময় কেউ ছবি তুলে বা ভিডিও করে এখন অপপ্রচার চালাচ্ছেন বলে মনে হচ্ছে। আমি সভায় কোনো বক্তব্য রাখিনি এবং প্রচার চালাইনি”, যোগ করেন কিবরিয়া।