আহত কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
Published : 08 Oct 2022, 10:25 PM
ফেনী স্টেশনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের (জিআরপি) এক কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা; এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার মাদক উদ্ধারের এক অভিযানের সময় ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবলকে কোপানো হয় বলে লাকসাম জিআরপি থানার পরিদর্শক জসিম উদ্দীন জানান।
কনস্টেবল মো. লিয়াকত আলীকে (৫১) প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আটক তিন জনের নাম জানা যায়নি। তবে এ সময় তাদের কাছ থেকে একটি রামদা ও বিপুল মাদক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, বেশ কিছু মাদক কারবারি মাদক নিয়ে ফেনী রেল স্টেশনের কাছে ঝুপড়ি ঘরের দিকে নিয়ে যাচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা অতর্কিতে লিয়াকত আলীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। অন্য পুলিশ সদস্যরা তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যায়।
লাকসাম জিআরপি থানার পরিদর্শক জসিম উদ্দীন বলেন, ঘটনার পর ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়।
বিকেলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। জিআরপি পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করবে বলে জানান জসিম।