জব্দ হওয়া ছয়টি সোনার বারের বাজার মূল্য প্রায় এক কোটি চার লাখ ৮৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।
Published : 10 Jun 2023, 08:40 PM
ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে বহন করার সময় প্রায় দেড় কেজি সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকা-খুলনা মহসড়কের রায়পুর ইউনিয়নের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর সদরের ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা শংকর কুমার মালো (৩৯) এবং তালতলা গ্রামের জামিলা পারভীন (২৫)।
শনিবার ওসি শহিদুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে জামিলা ও শংকর ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, “পুলিশ সেখানে গিয়ে তাদের দেহ তল্লাশি করে ছয়টি সোনার বার জব্দ করে। জব্দ হওয়া সোনার ওজন ১ কেজি ৩৫০ গ্রাম; যার বাজার মূল্য এক কোটি চার লাখ ৮৫ হাজার টাকা।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার তাঁতীবাজার থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় পৌঁছে দেওয়ার কথা ছিল।”
এ ঘটনায় এসআই মাসুদ রানা বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।